রবিবার ৩০ এপ্রিল ২০২৩ - ০৯:৫৩
প্রকৃত বন্দীর পরিচয়

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে প্রকৃত বন্দীর পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ.) বলেছেন:

المَسجونُ مَن سَجَنَتهُ دُنياهُ عَن آخِرَتِهِ

প্রকৃত বন্দী সেই ব্যক্তি যার দুনিয়া তাকে আখেরাত থেকে বিরত রাখে (অর্থাৎ যে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে নিজেকে নিমজ্জিত করে এবং পরকালের চিরস্থায়ী নিয়ামত হারায়)।

(কাফী: খন্ড ২, পৃ. ৪৫৫, হা ৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha